অনেক পাঠকের অনুরধে আমরা বাংলাতে প্রোজেক্ট পোস্ট করার সিদ্ধান্ত নিলাম।
আজ আমরা যেই প্রজেক্ট করবো তা হোল 220 AC থেকে কি করে 05/12/24 বা বিভিন্ন মানের DC Voltage Power Supply বানাতে পারি। এই কাজটা আমাদের প্রায় সময়ই করার প্রয়োজন পরে। কারন যারা প্রতিনিয়ত Electronics Project নিয়ে কাজ করে তাদের জন্য বিভিন্ন মানের Power এর প্রয়োজনীয়তা অনেক বেশি। আর যে কোন Project এ Power Supply একটি মুখ্য বিষয়। সঠিক ভাবে Power Supply দিতে না পারলে প্রজেক্ট যত ভাল আর যত সঠিক হোকনা কেন। তার Parformance ভাল হয় না।
DC Power Supply বানাতে হলে প্রথমে আমাদের জানতে হবে Transformer সম্পর্কে।

এর দুটি অংশ আছে। একটি হোল Primary অন্যটি হোল Secondary। আর একটি বিষয় মাথায় রাখতে হবে। Transformer দুই প্রকার। যেমনঃ Step Down and Step Up। Step Down Transformer Voltage কমায় আর Step Up Transformer কম Voltage কে বেশি Voltage করে Output করে।
Primar হয়ে AC Current Input হয়ে Secondary দিয়ে Output হয়। আর মাঝে তৈরি হয় Magnetic Field। এই Magnet Field এর কারনেই Voltage এর ছন্দপতন ঘটে।
এর পর যে দিকে আমাদের নজর দিতে হবে তা হোল Bridge Rectifier
আমাদের Current কে এই ব্রিজ রেক্টিফায়ার এর মাধ্যমেই আমরা AC থেকে DC তে রুপান্তর করবো। এই Bridge Rectifier বানাতে প্রয়োজন মাত্র 4 টি Diode এর।
সাধারন্ত আমরা 1N4007 নম্বরের Diode ব্যাবহার করি। তাছারাও বাজার থেকে Readymade Diode কিনতে পাওয়া যায়। যার মূল্য 10 থেকে 50 টাকা পর্যন্ত হয়ে থাকে। এগুলতে AC Input DC Output নির্দেশ দেয়া থাকে।
এবার আমাদের জানতে হবে Capacitor সম্পর্কে

Capacior এর মাধ্যমে DC Output কে পরিশুদ্ধ করতে হবে। যাতে Current এ কোন প্রকার Electrical Noise না থাকে। যাতে ভাল শুদ্ধ কারেন্ট পাওয়া যায়। AC to DC এর ক্ষেত্রে 2200uf Capacitor সবচেয়ে ভাল। কিন্তু খেয়াল রাখতে হবে আমরা কতো Volt এর Capacitor কিনছি। কারন একি uf এর বিভিন্ন Voltage এর Capacitor পাওয়া যায়। Output ভাল পাওয়ার জন্য যতটুকু Transformer এর Output তার কাছা কাছি Volt এর কেনা ভাল। কিন্তু কিছুতেই কম Volt এর কেনা যাবে না।
এবার আমাদের জানার পালা Voltage Regulator এর সম্পর্কে

78XX অর্থাৎ 78 সিরিজের সকল IC কে বলা হয় Voltage Regulator। কারন এই IC এর মাধ্যমে Voltage কে কমিয়ে প্রয়োজন মতো ব্যাবহার করা যায়। IC এর প্রথম দুই Digit হোল তাদের ধর্ম বা কাজ করার সংকেত আর পরের দুই Digi হোল তাদের Output দেয়া Voltage এর মান। যেমন, 7805 মানে এইটা একটা Voltage Regulator যার Output Voltage 05 Volt। এরকম রয়েছে 7806/7809/782/7815/7818/7824 নানান মানের Voltage Regulator। সবগুল Regulator এর বা দিক থেকে ১ম পা হোল INPUT, ২য় পা হোল Ground (GND) এবং ৩য় পা হোল OUTPUT।
এইবার আসি আমাদের AC to DC Circuit এ
চিত্রের ন্যায় প্রথমে Transformer দিয়ে AC লাইন দিয়ে Current এবং Voltage কমিয়ে নিতে হবে। পরবর্তীতে Bridge Rectifier এর মাধ্যমে AC কে DC তে রুপান্তর করতে হবে। তার পর Capacitor দিয়ে DC কে পরিশুদ্ধ করতে হবে। সেখানে 2200uf ব্যাবহার করা ভাল। কিন্তু 1000 বা অন্য মানের Capacitor ও ব্যাবহার করা যাবে শুধু লক্ষ রাখতে হবে যেন Voltage টা ঠিক থাকে। কম মানের Capacitor এ কম শুদ্ধ হবে কিন্তু কাজ করবে। এর পর আরেকটা Capacitor যা ব্যাবহার করলেও হয় না করলেও হয়। করলে ভাল। তার পর Voltage Regulator (7805/7806/7812 ETC)। তার পর আরেকটা Capacitor যার ব্যাবহার ও করলে ভাল বা করলে কাজ করবে। তবে Voltage Regulator এর Input এবং Output এ Capacitor ব্যাবহার এর একটা কারন, রহস্য আর মজা আছে। এই বিষয়ে পরে অন্য পোস্টে আলোচনা হবে। তার পরই আমরা পেয়ে যাবো আমারদের কাংখিত DC Voltage।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
লিখেছেনঃ সানজিদুল হাসান